করোনার পরে হতে পারে যেসব মানসিক সমস্যা

 

করোনা শারীরিক ও অর্থনৈতিকভাবে আমাদের যে ক্ষতি করেছে তা বলার অপেক্ষা রাখে না। আবার কভিড থেকে মানসিক সমস্যাও হতে পারে। বিশেষজ্ঞরা এমন আভাসই দিয়েছেন। এমনকি তা বংশপরম্পরার মধ্য দিয়েও চলতে পারে।

নিউ ইয়র্কে কর্মরত মনোরোগ বিশেষজ্ঞ ভ্যালেন্টাইন রাইতেরি বলেন, করোনার নতুন ও পুরনো উভয় রোগীর মধ্যে উদ্বেগ ও হতাশার সমস্যা দেখা দেয়। তিনি বলেন, করোনাকালে আমার সহকর্মীরা যে পরিমাণ ব্যস্ত সময় পার করেছে, এর আগে তেমন কখনো হয়নি।

 



from Self Healing Hub https://ift.tt/dtMZy6B
via IFTTT

Comments

Popular posts from this blog

ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। — আল হাদিস

কিভাবে ভুজঙ্গাসন করতে হয় এবং এর উপকারিতা (The Cobra Pose) - Self Healing Hub