আপনি কি নিজেকে একজন দক্ষ ইয়োগা প্রশিক্ষক হিসেবে তৈরি করতে চান..??


আপনি কি নিজেকে একজন দক্ষ ইয়োগা প্রশিক্ষক হিসেবে তৈরি করতে চান..?? সেই লক্ষে'ই S2H EU নিয়ে এসেছে স্কলারশিপ এর মাধ্যমে ২০০ ঘন্টার প্রফেশনাল ইয়োগা ইন্সট্রাক্টর কোর্স। অতি-আধুনিক এবং যান্ত্রিক জীবন যাপনের কারণে অধিকাংশ মানুষই বর্তমান সময়ে মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন এবং নানা রকম অবসাদ এর মধ্য দিয়ে জীবন যাপন অতিবাহিত করছেন। আর তার মাত্রা দিন দিন বেড়েই চলেছে যার কারণে বৃদ্ধি পাচ্ছে পারিবারিক অস্থিরতা মানুষে মানুষে ভেদাভেদ । প্রাকৃতিক ভাবে সুস্থ এবং প্রশান্তিতে থাকতে ইয়োগার ভুমিকা অনস্বিকার্য। ইয়োগা এর ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির সাথে সাথেই বৃদ্ধি পাচ্ছে দক্ষ ইয়োগা প্রশিক্ষকদের। আর এই চাহিদার বিষয়'টি বিবেচনায় রেখে'ই S2H EU এর আর্থিক অনুদানে টিউসন ফি এর উপর ১০০% স্কলারশিপে ২০০ ঘন্টা'র ইয়োগা ইন্সট্রাক্টরি কোর্স'টির প্রস্তাবনা করা হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমটি Yoga Alliance (USA) পাশাপাশি S2H (EU) কর্তৃপক্ষ কর্তৃক ও আন্তর্জাতিক ভাবে স্বকৃীতিপ্রাপ্ত এবং ভারতের রিশিকেশে অবস্থিত সুব ইয়োগা ফাউন্ডেশন কতৃক পরিচালিত। এই প্রশিক্ষনটির মাধ্যমে একজন ইয়োগা প্রশিক্ষক বিশ্বব্যপি তার কার্যক্রম পরিচালনা করতে সক্ষমতা অর্জন করবেন। S2H কতৃপক্ষ 2023সালে100 জন সন্মানিত বাংলাদেশী এবং ভারতীয় ইয়োগায় আগ্রহী এবং ইয়োগা প্রেমীদের প্রফেশনাল ইয়োগা প্রশিক্ষক তৈরী করার মহতী উদ্যোগ গ্রহন করেছে। উল্লেখ্য যে' সফল ভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন কারী সকল ইয়োগা প্রশিক্ষকগন যেন তার পেশাগত কার্যক্রম বিশ্বের দরবারে নিয়ে যেতে পারেন এবং তাদের নিজ নিজের কাজের প্রচার করতে পারেন । সেই লক্ষ্যে S2H সর্বাত্মক সহযোগিতা প্রাদন করবেন। এমকি ইয়োগা প্রশিক্ষকদের ভবিষ্যতে উচ্চতর শিক্ষায় শিক্ষিত করবার জন্য ইয়োগা নির্ভর বিভিন্ন এডভান্স কোর্স সমূহ যেমন থেরাপেটিক ইয়োগা, এডভান্স ইয়োগা, ডিপ্লোমা, বিএসসি এবং পিএইচডি করার ক্ষেত্রে'ও সহযোগিতা করবে। ইয়োগা হোক আমাদের নিত্যকার জীবন দর্শন এই প্রত্যাশা এবং শুভ কামনা রইলো।
আপনি কি নিজেকে একজন দক্ষ ইয়োগা প্রশিক্ষক হিসেবে তৈরি করতে চান..??
by Self Healing Hub

Comments

Popular posts from this blog

ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। — আল হাদিস

কিভাবে ভুজঙ্গাসন করতে হয় এবং এর উপকারিতা (The Cobra Pose) - Self Healing Hub